পরিচ্ছেদ - ১৩২
সালাম দেওয়ার পদ্ধতি
রিয়াদুস সলেহিন : ৮৫৯
রিয়াদুস সলেহিনহাদিস নম্বর ৮৫৯
وَعَن أَسْمَاءَ بِنْتِ يَزِيدَ رَضِيَ اللهُ عَنهَا، قَالَتْ: مَرَّ عَلَيْنَا النَّبِىُّ صلى الله عليه وسلم فِى نِسْوَةٍ فَسَلَّمَ عَلَيْنَا. رواه أبوداود
আসমা বিনতে য়্যাযীদ রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিতঃ
তিনি বলেন, একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের একদল মহিলার নিকট দিয়ে পার হওয়ার সময় আমাদেরকে সালাম দিলেন।
(তিরমিযী ২৬৯৭, আবূ দাউদ ৫২০৪, ইবনু মাজাহ ৩৭০১, আহমাদ ২৭০১৪, দারেমী ২৬৩৭।)