পরিচ্ছদঃ ১২৪
বাঘের চামড়া বিছিয়ে বসা নিষেধ
রিয়াদুস সলেহিন : ৮১৫
রিয়াদুস সলেহিনহাদিস নম্বর ৮১৫
عَن مُعَاوِيَةَ رضي الله عنه، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم: « لاَ تَرْكَبُوا الخَزَّ وَلاَ النِّمَارَ ». حديث حسن، رواه أَبُو داود وغيره بإسناد حسن
মু‘আবিয়াহ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘‘রেশমী কাপড় ও বাঘের চামড়ার উপর (বাহনের পিঠে রেখে বা অন্যত্র বিছিয়ে) বসো না।’’
(আবূ দাউদ ৪১২৯, আহমাদ ১৬৩৯৮)