পরিচ্ছদঃ ১১৭
কোন্ শ্রেণীর কাপড় উত্তম
রিয়াদুস সলেহিন : ৭৮৩
রিয়াদুস সলেহিনহাদিস নম্বর ৭৮৩
وَعَنِ ابنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنهُمَا: أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم، قَالَ: اِلْبَسُوا مِنْ ثِيَابِكُمْ البَيَاضَ ؛ فَإنَّهَا مِنْ خَيْرِ ثِيَابِكُمْ، وَكَفِّنُوا فِيهَا مَوْتَاكُمْ . رواه أَبُو داود والترمذي، وقال: حديث حسن صحيح
ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
ইবনে আব্বাস (রাঃ)
(আবূ দাউদ ৩৮৭৮, তিরমিযী ১৭৫৭, ২০৪৮, ইবনু মাজাহ ৩৪৯৭, আহমাদ ২০৪৮, ২২২০, ২৪৭৫, ৩০২৭, ৩৩৩২, ৩৪১৬)