পরিচ্ছদঃ ৫৫
দুনিয়াদারি ত্যাগ করার মাহাত্ম্য, দুনিয়া কামানো কম করার প্রতি উৎসাহ প্রদান এবং দারিদ্রের ফযীলত
রিয়াদুস সলেহিন : ৪৯৩
রিয়াদুস সলেহিনহাদিস নম্বর ৪৯৩
ورواه البخاري أيْضاً من روايةِ عِمْرَان بنِ الحُصَينِ ..
ইমাম বুখারী হতে বর্ণিতঃ
উক্ত হাদীসকে ইমরান ইবনে হুসাইন রাদ্বিয়াল্লাহু ‘আনহু থেকেও বর্ণনা করেছেন।