পরিচ্ছেদ - ৩৬৬
রাত পর্যন্ত সারাদিন কথা বন্ধ রাখা নিষেধ
রিয়াদুস সলেহিন : ১৮০৯
রিয়াদুস সলেহিনহাদিস নম্বর ১৮০৯
عَنْ عَلِيٍّ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: حَفِظْتُ عَنْ رَسُولِ الله صلى الله عليه وسلم قَالَ «لاَ يُتْمَ بَعْدَ احْتِلاَمٍ، وَلاَ صُمَاتَ يَومٍ إِلَى اللَّيْلِ» . رواه أَبُو داود بإسناد حسن
আলী (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, আমি রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর এই বাণী মনে রেখেছি যে, ‘‘সাবালক হবার পর ইয়াতীম বলা যাবে না এবং কোন দিন সকাল থেকে রাত পর্যন্ত বাক্ বন্ধ রাখা যাবে না।’’
[আবূ দাউদ হাসান সূত্রে] (আবূ দাউদ ২৮৭৩, ইবনু মাজাহ ২৭১৮)