পরিচ্ছেদ - ৩৫৯
বিনা কারণে সুগন্ধি উপহার প্রত্যাখ্যান করা মকরূহ
রিয়াদুস সলেহিন : ১৭৯৬
রিয়াদুস সলেহিনহাদিস নম্বর ১৭৯৬
وَعَنْ أَنَسِ بنِ مَالِكٍ رضي الله عنه : أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ لاَ يَرُدُّ الطِّيبَ . رواه البخاري
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো সুগন্ধি ফিরিয়ে দিতেন না।
(সহীহুল বুখারী ২৫৮২, ৫৯২৯, তিরমিযী ২৭৮৯)