পরিচ্ছেদ - ৩৩০
আরবীতে আঙ্গুরের নাম ‘কর ম’ রাখা মকরূহ
রিয়াদুস সলেহিন : ১৭৫০
রিয়াদুস সলেহিনহাদিস নম্বর ১৭৫০
وَعَنْ وَائِلِ بنِ حُجْرٍ رضي الله عنه عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم، قَالَ: «لاَ تَقُولُوا : الكَرْمُ، وَلَكِنْ قُولُوا : العِنَبُ، وَالحَبَلَةُ». رواه مسلم
ওয়ায়েল ইবনে হুজ্র (রাঃ) হতে বর্ণিতঃ
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘‘আঙ্গুরকে ‘করম’ বলো না। বরং ‘ইনাব’ ও ‘হাবালাহ’ বল।’’
(মুসলিম ২২৪৮, দারেমী ২১১৪)