পরিচ্ছেদ - ৩২৪
মোরগকে গালি দেওয়া নিষেধ
রিয়াদুস সলেহিন : ১৭৩৯
রিয়াদুস সলেহিনহাদিস নম্বর ১৭৩৯
عَنْ زَيدِ بنِ خَالِدِ الجُهَنِيِّ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: «لاَ تَسُبُّوا الدِّيكَ فَإِنَّهُ يُوِقِظُ لِلصَّلاَةِ». رواه أبو داود بإسناد صحيح
যায়েদ ইবনে খালিদ জুহানী (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘‘তোমরা মোরগকে গালি দিও না। কারণ, সে নামাযের জন্য জাগিয়ে থাকে।’’
(আবূ দাউদ ৫১০১, আহমাদ ২১১৭১)