পরিচ্ছেদ - ৩১২
জুমআর দিন খুৎবা চলাকালীন সময়ে দুই হাঁটুকে পেটে লাগিয়ে বসা অপছন্দনীয়
রিয়াদুস সলেহিন : ১৭১৪
রিয়াদুস সলেহিনহাদিস নম্বর ১৭১৪
عَنْ مُعاذِ بنِ أَنَسٍ الجُهَنِيِّ رضي الله عنه : أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم نَهَى عَنِ الحِبْوَةِ يَومَ الجُمُعَةِ وَالإمَامُ يَخْطُبُ . رواه أَبُو داود والترمذي، وقالا :[ حديث حسن»
মুআয ইবনে আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে ইমামের খুৎবা চলা অবস্থায় দুই হাঁটুকে পেটে লাগিয়ে বসতে নিষেধ করেছেন।
[আবূ দাঊদ, তিরমিযী হাসান] (আবূ দাউদ ১১১০, তিরমিযী ৫১৪, আহমাদ ১৫২০৩ )