পরিচ্ছেদ - ৩০৪
অশুভ লক্ষণ মানা নিষেধ
রিয়াদুস সলেহিন : ১৬৮৫
রিয়াদুস সলেহিনহাদিস নম্বর ১৬৮৫
وَعَنْ بُريْدَةَ رَضِيَ اللهُ عَنهُ : أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ لاَ يَتَطَيَّرُ . رواه أَبُو داود بإسناد صحيح
বুরাইদাহ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (কোন কিছুকে) অশুভ লক্ষণ মানতেন না।
(আবূ দাউদ ৩৯২০, আহমাদ ২২৪৩৭ )