পরিচ্ছেদ - ৩০১
স্বতঃপ্রণোদিত হয়ে সাধ্যাতীত কর্ম করা নিষেধ
রিয়াদুস সলেহিন : ১৬৬৪
রিয়াদুস সলেহিনহাদিস নম্বর ১৬৬৪
وَعَنْ عُمَرَ رضي الله عنه قَالَ: نُهِينَا عَنِ التَّكَلُّفِ . رواه البخاري
উমার (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, ‘স্বতঃপ্রণোদিত হয়ে সাধ্যাতীত কর্ম করতে আমাদেরকে নিষেধ করা হয়েছে।’
(সহীহুল বুখারী ৭২৯৩)