পরিচ্ছদঃ ১৩
পুণ্যের পথ অনেক
রিয়াদুস সলেহিন : ১৩৪
রিয়াদুস সলেহিনহাদিস নম্বর ১৩৪
السادس عشر: عن أبي موسى الأشعري رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: " من صلى البردين دخل الجنة" (متفق عليه).
আবূ মূসা আশআরী (রাঃ) হতে বর্ণিতঃ
, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘‘যে ব্যক্তি দুই ঠান্ডা (অর্থাৎ ফজর ও আসরের) নামায পড়বে, সে জান্নাতে প্রবেশ করবে।’’[১]
[১] সহীহুল বুখারী ৫৭৪, মুসলিম ৬৩৫, আহমাদ ১৬২৮৯