পরিচ্ছেদ - ২৩৩
হজ্জ্বের অপরিহার্যতা ও তার ফযীলত
রিয়াদুস সলেহিন : ১২৮৫
রিয়াদুস সলেহিনহাদিস নম্বর ১২৮৫
وَعَنْها: أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم، قَالَ: «مَا مِنْ يَوْمٍ أَكْثَرَ مِنْ أَن يُعْتِقَ اللهُ فِيهِ عَبْداً مِنَ النَّارِ مِنْ يَوْمِ عَرَفَةَ». رواه مسلم
উক্ত রাবী (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, “আরাফার দিন অপেক্ষা এমন কোনো দিন নেই, যেদিন আল্লাহ সর্বাধিক বেশী সংখ্যায় বান্দাকে দোযখমুক্ত করেন।”
(মুসলিম ১৩৪৮, না৩০০৩, ইবনু মাজাহ ৩০১৫)