পরিচ্ছেদ - ২১৫
দাঁতন করার মাহাত্ম্য ও প্রকৃতিগত আচরণসমূহ
রিয়াদুস সলেহিন : ১২০৯
রিয়াদুস সলেহিনহাদিস নম্বর ১২০৯
وَعَن أَبِي مُوسَى الأَشعَرِي رضي الله عنه، قَالَ: دَخَلتُ عَلَى النَّبيِّ صلى الله عليه وسلم وَطَرَفُ السِّوَاكِ عَلَى لِسَانِهِ . متفقٌ عَلَيْهِ، وهذا لفظ مسلمٍ
আবূ মূসা আশআরী (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, ‘একদা আমি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট প্রবেশ করলাম, তখন দাঁতনের একটি দিক তাঁর জিভের উপর রাখা ছিল।’
(বুখারী ও মুসলিম, এ শব্দগুলি মুসলিমের) (সহীহুল বুখারী ২৪৪, মুসলিম ২৫৪, নাসায়ী ৩ আবূ দাউদ ৪৯)