পরিচ্ছেদঃ
বৈধ পানীয় সম্পর্কে
সুনানে আন-নাসায়ী : ৫৭৫৮
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৫৭৫৮
أَخْبَرَنَا إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَنْبَأَنَا جَرِيرٌ، قَالَ: كَانَ ابْنُ شُبْرُمَةَ «لَا يَشْرَبُ إِلَّا الْمَاءَ وَاللَّبَنَ»
ইসহাক ইব্ন ইবরাহীম (রহঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, জারীর (রহঃ) আমাদের বলেছেনঃ ইব্ন শুবরুমা (রহঃ) শুধু পানি এবং দুধ পান করতেন।