পরিচ্ছেদ
আসরের পর সালাতের অনুমতি
সুনানে আন-নাসায়ী : ৫৭৪
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৫৭৪
أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ قَالَ: حَدَّثَنَا يَحْيَى، عَنْ هِشَامٍ قَالَ: أَخْبَرَنِي أَبِي قَالَ: قَالَتْ عَائِشَةُ: «مَا تَرَكَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ السَّجْدَتَيْنِ بَعْدَ الْعَصْرِ عِنْدِي قَطُّ»
আয়েশা (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেনঃ আমার কাছে থাকা অবস্থায় রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আসরের পর দুই রাক’আত সালাত কখনও ত্যাগ কেন নি। [১]
[১] যেহেতু অন্য হাদীসে আসরের পর সালাত আদায় করতে নিষেধ করা হয়েছে, তাই এ হাদীসের ব্যাখ্যায় বলা হয়েছে যে, রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) একবার কোন কারনবশত যোহরের পর দু’রাকআত সালাত আদায় করতে পারেন নি। তিনি আসরের পর সে দু’রাকআত আদায় করেন। পরে তার অভ্যাস অনুযায়ী সে দু’রাকআত নিয়মিত আদায় করতে থাকেন। এটা তার জন্য খাস ছিল। এ মর্মে আবূ দাঊদ শরীফে আয়েশা (রাঃ) থেকে বর্ণিত একটি হাদীসে বলা হয়েছে যে, রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) নিজে আসরের পর সালাত আদায় করতেন কিন্তু অন্যদেরকে এ সময়ে সালাত আদায় করতে নিষেধ করেছেন। তিনি বিরতিহীন সিয়াম পালন করতেন কিন্তু অন্যদেরকে এরূপ সিয়াম পালন করতে নিষেধ করেছেন।