পরিচ্ছেদঃ
কোন্ রস পান করা যায় এবং কোন্ রস পান করা যায় ন।
সুনানে আন-নাসায়ী : ৫৭৩৪
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৫৭৩৪
أَخْبَرَنَا سُوَيْدٌ، قَالَ: أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ، عَنْ حَمَّادِ بْنِ سَلَمَةَ، عَنْ دَاوُدَ، عَنْ الشَّعْبِيِّ قَالَ: «اشْرَبْهُ ثَلَاثَةَ أَيَّامٍ إِلَّا أَنْ يَغْلِيَ»
শা‘বী (রহঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, রস তিন দিন (গত হওয়া) পর্যন্ত পান করতে পার, যতক্ষণ না তা উথলে ওঠে।