পরিচ্ছেদঃ
কোন্ রস পান করা যায় এবং কোন্ রস পান করা যায় ন।
সুনানে আন-নাসায়ী : ৫৭৩২
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৫৭৩২
أَخْبَرَنَا سُوَيْدٌ، قَالَ: أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ، عَنْ هِشَامِ بْنِ عَائِذٍ الْأَسَدِيِّ، قَالَ: سَأَلْتُ إِبْرَاهِيمَ عَنِ الْعَصِيرِ، قَالَ: «اشْرَبْهُ حَتَّى يَغْلِيَ، مَا لَمْ يَتَغَيَّرْ»
হিশাম ইব্ন আয়িয আল-আসাদী (রহঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, আমি ইব্রাহীমকে দ্রাক্ষারস সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি বললেনঃ তা উথলে না ওঠা এবং পরিবর্তিত না হওয়া পর্যন্ত পান করতে পার।