পরিচ্ছেদঃ
ডোরাদার রেশমী কাপড় নারীদের ব্যবহারের অনুমতি
সুনানে আন-নাসায়ী : ৫২৯৬
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৫২৯৬
أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ حُرَيْثٍ، قَالَ: حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ، عَنْ مَعْمَرٍ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ أَنَسٍ قَالَ: «رَأَيْتُ عَلَى زَيْنَبَ بِنْتِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَمِيصَ حَرِيرٍ سِيَرَاءَ»...[حكم الألباني] شاذ والمحفوظ أم كلثوم مكان زينب
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
আমি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর কন্যা যয়নাবের পরিধানে ডোরাকাটা রেশমী কামিজ দেখেছি।