পরিচ্ছেদঃ
ভুলক্রমে হত্যার দিয়াত
সুনানে আন-নাসায়ী : ৪৮০২
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৪৮০২
أَخْبَرَنَا عَلِيُّ بْنُ سَعِيدِ بْنِ مَسْرُوقٍ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ زَكَرِيَّا بْنِ أَبِي زَائِدَةَ، عَنْ حَجَّاجٍ، عَنْ زَيْدِ بْنِ جُبَيْرٍ، عَنْ خِشْفِ بْنِ مَالِكٍ قَالَ: سَمِعْتُ ابْنَ مَسْعُودٍ يَقُولُ: «قَضَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ دِيَةَ الْخَطَإِ عِشْرِينَ بِنْتَ مَخَاضٍ، وَعِشْرِينَ ابْنَ مَخَاضٍ ذُكُورًا، وَعِشْرِينَ بِنْتَ لَبُونٍ، وَعِشْرِينَ جَذَعَةً، وَعِشْرِينَ حِقَّةً»
খাশ্ফ ইব্ন মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
আমি ইব্ন মাসউদকে বলতে শুনেছি যে, রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ভুলক্রমে হত্যার দিয়াত ধার্য করেছেন বিশটি বিন্তে মাখায[১], বিশটি ইব্ন মাখায[২], বিশটি বিন্তে লাবূন[৩], বিশটি জাযআ[৪] এবং বিশটি হিক্কাহ্[৫]।
[১] এক বছর বয়সের মাদী উট।[২] এক বছর বয়সের নর উট।[৩] দু’বছর বয়সের মাদী উট।[৪] পাঁচ বছর বয়সের মাদী উট।[৫] চার বছর বয়সের মাদী উট।