পরিচ্ছেদ
আবু যুবায়র (রহঃ) -এর বর্ণনায় বর্ণনা বিরোধ
সুনানে আন-নাসায়ী : ৩৭১২
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৩৭১২
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ سُلَيْمَانَ، قَالَ: حَدَّثَنَا يَعْلَى، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ طَاوُسٍ، عَنْ ابْنِ عَبَّاسٍ، قَالَ: «لَا تَحِلُّ الرُّقْبَى وَلَا الْعُمْرَى، فَمَنْ أُعْمِرَ شَيْئًا فَهُوَ لَهُ، وَمَنْ أُرْقِبَ شَيْئًا فَهُوَ لَهُ»
ইব্ন আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন: রুক্বা এবং উম্রা করা (উচিত) নয়। যাকে উম্রা হিসেবে কোন বস্তু দান করা হয়, তা তারই হয়ে যায়। আর যাকে রুক্বা হিসাবে কোন কিছু দেয়া হয়, তা তারই হয়ে যায়।