পরিচ্ছেদ
এ প্রসঙ্গে যায়দ ইব্ন সাবিত (রাঃ) থেকে বর্ণিত হাদীসে আলী ইব্ন আবু নাজীহ্ (রহঃ) -এর বর্ণনায় বর্ণনা বিরোধ
সুনানে আন-নাসায়ী : ৩৭০৭
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৩৭০৭
أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ عَلِيِّ بْنِ مَيْمُونٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدٌ وَهُوَ ابْنُ يُوسُفَ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ ابْنِ أَبِي نَجِيحٍ، عَنْ طَاوُسٍ، عَنْ رَجُلٍ، عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ: «أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ جَعَلَ الرُّقْبَى لِلَّذِي أُرْقِبَهَا»
যায়দ ইব্ন সাবিত (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ‘রুক্বা’-কে ঐ ব্যক্তির জন্য সাব্যস্ত করেছেন (আইনগত মালিকানা দিয়েছেন) যাকে তা ‘রুক্বা’ (-রূপে দান) করা হয়েছে।