পরিচ্ছেদ
তাওয়াফে কথা বলার বৈধতা
সুনানে আন-নাসায়ী : ২৯২৩
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ২৯২৩
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ سُلَيْمَانَ، قَالَ: أَنْبَأَنَا الشَّيْبَانِيُّ، عَنْ حَنْظَلَةَ بْنِ أَبِي سُفْيَانَ، عَنْ طَاوُسٍ، قَالَ: قَالَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ: «أَقِلُّوا الْكَلَامَ فِي الطَّوَافِ، فَإِنَّمَا أَنْتُمْ فِي الصَّلَاةِ»---[حكم الألباني] صحيح الإسناد موقوف
তাউস (রহঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেনঃ আব্দুল্লাহ ইবন উমর (রাঃ) বলেছেনঃ তোমরা তাওয়াফে কথা কম বলবে।কেননা তোমরা সালাতে রয়েছ।