পরিচ্ছেদ
মাসে তিন দিন সাওম (রোযা) পালন করা
সুনানে আন-নাসায়ী : ২৪০৪
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ২৪০৪
أَخْبَرَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، قَالَ: حَدَّثَنَا إِسْمَعِيلُ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي حَرْمَلَةَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي ذَرٍّ، قَالَ: أَوْصَانِي حَبِيبِي صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِثَلَاثَةٍ لَا أَدَعُهُنَّ إِنْ شَاءَ اللَّهُ تَعَالَى أَبَدًا: «أَوْصَانِي بِصَلَاةِ الضُّحَى، وَبِالْوَتْرِ قَبْلَ النَّوْمِ، وَبِصِيَامِ ثَلَاثَةِ أَيَّامٍ مِنْ كُلِّ شَهْرٍ»---[حكم الألباني] صحيح ق دون قوله لا أدعهن أبدا وعند خ معناه
আবূ যর (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, আমার বন্ধু (রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)) আমাকে তিনটি আমলের ওসীয়্যত করেছেন; ইনশাআল্লাহ্ আমি সেগুলো কখনো পরিত্যাগ করব না। তিনি আমাকে চাশতের সালাত এবং নিদ্রা যাওয়ার পূর্বে বিতরের সালাত আদায় করার আর প্রত্যেক মাসে তিন দিন সাওম (রোযা) পালন করার ওসীয়্যত করেছেন।