পরিচ্ছেদ
মানসূর (রহঃ)-এর বর্ণনার পার্থক্য
সুনানে আন-নাসায়ী : ২২৯২
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ২২৯২
أَخْبَرَنَا حُمَيْدُ بْنُ مَسْعَدَةَ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ الْعَوَّامِ بْنِ حَوْشَبٍ، قَالَ: قُلْتُ لِمُجَاهِدٍ: الصَّوْمُ فِي السَّفَرِ، قَالَ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصُومُ وَيُفْطِرُ»---[حكم الألباني] صحيح لغيره
আওয়াম ইব্ন হাওশাব (রহঃ) হতে বর্ণিতঃ
তিনি বললেন, আমি মুজাহিদ (রহঃ)-কে বললাম, সফর অবস্থায় সাওম (রোযা) (কি পালন করতে হবে?) তিনি বললেন, রাসুলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) (সফর অবস্হায় কখনো) সাওম (রোযা) পালন করতেন (আবার কখনো) সাওম (রোযা) ভঙ্গ করতেন।