পরিচ্ছেদ
সফরকালীন সাওম (রোযা) পালনকারী বাড়িতে অবস্থানকালীন সাওম (রোযা) ভঙ্গকারীর ন্যায়
সুনানে আন-নাসায়ী : ২২৮৫
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ২২৮৫
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ أَيُّوبَ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ الْخَيَّاطِ، وَأَبُو عَامِرٍ، قَالَا: حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ، قَالَ: «الصَّائِمُ فِي السَّفَرِ كَالْمُفْطِرِ فِي الْحَضَرِ»
আব্দুর রহমান ইব্ন আউফ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, সফরকালীন অবস্থায় সাওম (রোযা) পালনকারী ব্যক্তি বাড়িতে অবস্হানকালে সাওম (রোযা) ভঙ্গকারী ব্যক্তির ন্যায়।