পরিচ্ছেদ
হাদিস শরীফে আবূ হাসীন উসমান ইব্ন আসিম এর বর্ণনার মধ্যে পার্থক্যের উল্লেখ
সুনানে আন-নাসায়ী : ১৬২৪
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ১৬২৪
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ سُلَيْمَانَ، قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، قَالَ: أَنْبَأَنَا إِسْرَائِيلُ، عَنْ أَبِي حَصِينٍ، عَنْ شَقِيقٍ قَالَ: «كُنَّا نُؤْمَرُ إِذَا قُمْنَا مِنَ اللَّيْلِ أَنْ نَشُوصَ أَفْوَاهَنَا بِالسِّوَاكِ»
শকীক (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, আমরা যখন রাত্রে নিদ্রা থেকে জাগ্রত হতাম তখন আমাদের দাঁত মিসওয়াক দ্বারা মলার আদেশ দেওয়া হত।