পরিচ্ছেদঃ
মিসওয়াক করা
মিশকাতে জয়িফ হাদিস : ৯২
মিশকাতে জয়িফ হাদিসহাদিস নম্বর ৯২
আবু উমামা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, যখনই জিবরীল (আঃ) আমার নিকট আসতেন, তখনই আমাকে মিসওয়াক করার জন্য বলতেন, যাতে আমার ভয় হতে লাগলো যে, আমি আমার মুখের সম্মুখ দিক ক্ষয় করে দিব।তাহক্বীক্ব : নিতান্তই যঈফ।
আহমাদ হা/২২৩২৩; মিশকাত হা/৩৮৬; বঙ্গানুবাদ মিশকাত হা/৩৫৬, ২/৭৫।