পরিচ্ছেদঃ
কুমন্ত্রণা
মিশকাতে জয়িফ হাদিস : ০৮
মিশকাতে জয়িফ হাদিসহাদিস নম্বর ০৮
কাসেম ইবনু মুহাম্মাদ হতে বর্ণিতঃ
এক ব্যক্তি তাকে জিজ্ঞেস করল, ছালাতের মধ্যে আমার মনে সন্দেহ সৃষ্টি হয়। এটা আমার পক্ষে বড় কষ্টদায়ক। কাসেম উত্তরে বললেন, তুমি তোমার ছালাত পূর্ণ করতে থাক। কারণ ঐটা তোমার থেকে দূর হবে না যতক্ষণ না ছালাত পূর্ণ কর এবং বল যে আমি ছালাত পূর্ণ করিনি।তাহক্বীক : যঈফ।
মুয়াত্ত্বা মালেক হা/৩৩২; মিশকাত হা/৭৮; বঙ্গানুবাদ মিশকাক হা/৭২।