পরিচ্ছেদঃ
ইলম
মিশকাতে জয়িফ হাদিস : ৬৪
মিশকাতে জয়িফ হাদিসহাদিস নম্বর ৬৪
আ’মাশ (রহঃ) হতে বর্ণিতঃ
রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, ভুলে যাওয়া হচ্ছে ইলমের পক্ষে আপদস্বরূপ। ইলমকে নষ্ট করা হচ্ছে অনুপযুক্ত লোককে বলা।তাহক্বীক্ব : বর্ণনাটি জাল।
দারেমী হা/৬৩৭; মিশকাত হা/২৬৫; বঙ্গানুবাদ মিশকাত হা/২৪৭।