পরিচ্ছেদঃ
ইলম
মিশকাতে জয়িফ হাদিস : ৪১
মিশকাতে জয়িফ হাদিসহাদিস নম্বর ৪১
আবু সাঈদ খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ
একদা রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) আমাদের বললেন, জনসাধারণ তোমাদের অনুসারী হবে। আর দিক-দিগন্ত হতে তারা তোমাদের নিকট দ্বীনের জ্ঞান লাভ করার উদ্দেশ্যে আসবে। সুতরাং যখন তারা আসবে, তখন তোমরা তাদের সদুপদেশ দিবে।তাহক্বীক্ব : যঈফ।
তিরমিযী হা/২৬৫০; মিশকাত হা/২০৪, যঈফ তিরমিযী হা/২৬৫০ ।