পরিচ্ছেদঃ
হাদিস নং ১-১০০
জুজ'উল রাফায়েল ইয়াদাইন : ৫৫
জুজ'উল রাফায়েল ইয়াদাইনহাদিস নম্বর ৫৫
লাইস হতে বর্ণিতঃ
তিনি উমার, সাইদ বিন যুবায়র ও ত্বাউস সূত্রে বর্ণনা করেন, তারা ও তাঁদের সঙ্গী সাথীরা যখন রুকূ’ করতেন তখন রাফ্উল ইয়াদায়ন করতেন।হাদিসটি হাসান। এটি মুত্তাসিল সনদে পাওয়া যায়নি। কিন্তু এর অনেক শাহেদ হাদিস থাকার কারণে হাসান।