২. অধ্যায়ঃ
মসজিদসমূহ সৌন্দর্যমণ্ডিত করা।
সুনানে ইবনে মাজাহ : ৭৪১
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৭৪১
حَدَّثَنَا جُبَارَةُ بْنُ الْمُغَلِّسِ، حَدَّثَنَا عَبْدُ الْكَرِيمِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَمْرِو بْنِ مَيْمُونٍ، عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ " مَا سَاءَ عَمَلُ قَوْمٍ قَطُّ إِلاَّ زَخْرَفُوا مَسَاجِدَهُمْ " .
উমার ইবনুল খাত্তাব (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, কোন জাতির মসজিদসমূহকে সোনা-রূপা খচিত করা কত মন্দ কাজ! [৭৩৯]তাহকীক আলবানীঃ দঈফ জিদ্দান।
[৭৩৯] যঈফ জিদ্দান। তাখরীজ আলবানী: জামি সগীর ৫০৭৫ যঈফ জিদ্দান, যঈফা ৪৪৪৭ যঈফ।