২৩/৫৬. অধ্যায়ঃ
দাওয়াতের স্থানে খারাপ কিছু দেখলে মেহমান সেখান থেকে ফিরে আসবে
সুনানে ইবনে মাজাহ : ৩৩৫৯
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৩৩৫৯
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ هِشَامٍ الدَّسْتَوَائِيِّ، عَنْ قَتَادَةَ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ عَلِيٍّ، قَالَ صَنَعْتُ طَعَامًا فَدَعَوْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فَجَاءَ فَرَأَى فِي الْبَيْتِ تَصَاوِيرَ فَرَجَعَ .
আলী (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, আমি আহার তৈরি করলাম এবং রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কে দাওয়াত দিলাম। তিনি এসে ঘরের ভেতর ছবি দেখতে পেয়ে ফিরে গেলেন। [৩৩৫৯]
[৩৩৫৯] নাসায়ী ৫৩৫১, তাখরীজুর মুখতার ৪৪৯, আদাবুয যিফাফ ৭৭। তাহকীক আলবানীঃ সহীহ।