২১/৯. অধ্যায়ঃ
পলায়নপর পশু যবেহ করার বর্ণনা
সুনানে ইবনে মাজাহ : ৩১৮৪
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৩১৮৪
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ حَمَّادِ بْنِ سَلَمَةَ، عَنْ أَبِي الْعُشَرَاءِ، عَنْ أَبِيهِ، قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ مَا تَكُونُ الذَّكَاةُ إِلاَّ فِي الْحَلْقِ وَاللَّبَّةِ قَالَ " لَوْ طَعَنْتَ فِي فَخِذِهَا لأَجْزَأَكَ " .
মালিক বিন কাহতাম (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল! কণ্ঠনালী ও বুকের উপরিভাগের মাঝখান ছাড়া কি যবেহ হয় না? তিনি বলেনঃ তুমি যদি তার উরুতে বর্শা ঢুকিয়ে দিতে পারো তবে তা তোমার জন্য যথেষ্ট হবে। [৩১৮৪]
[৩১৮৪] তিরমিযী ১৪৮১, নাসায়ী ৪৪০১, আবূ দাউদ ২৮২৫, আহমাদ ১৮৪৬৮, দারেমী ১৯৭২, ইরওয়া ২৫৩৫, যইফ আবু দাউদ ৪৯০। তাহকীক আলবানীঃ যইফ। উক্ত হাদিসের রাবী আবুল উশরা সম্পর্কে ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি একজন অপরিচিত গ্রাম্য লোক। আল-মিযযী ও মুহাম্মাদ বিন সা'দ বলেন, তিনি মাজহুল বা অপরিচিত। (তাহযীবুল কামালঃ রাবী নং ৭৫১৪, ৩৪/৮৫ নং পৃষ্ঠা)