২১/৫. অধ্যায়ঃ
যে অস্ত্র দিয়ে যবেহ করা যায়
সুনানে ইবনে মাজাহ : ৩১৭৬
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৩১৭৬
حَدَّثَنَا أَبُو بِشْرٍ، بَكْرُ بْنُ خَلَفٍ حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، سَمِعْتُ حَاضِرَ بْنَ مُهَاجِرٍ، يُحَدِّثُ عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ، عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ، أَنَّ ذِئْبًا، نَيَّبَ فِي شَاةٍ فَذَبَحُوهَا بِمَرْوَةٍ فَرَخَّصَ لَهُمْ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فِي أَكْلِهَا .
যায়দ বিন সাবিত (রাঃ) হতে বর্ণিতঃ
একটি নেকড়ে বাঘ একটি বকরীকে কামড় দিলে লোকেরা তা ধারালো সাদা পাথর দ্বারা যবেহ করে। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাদের তা খাওয়ার অনুমতি দেন। [৩১৭৬]
[৩১৭৬] নাসায়ী ৪৪০০, ৪৪০৭, সহীহ আবু দাউদ ২৫১৩। তাহকীক আলবানীঃ সহীহ।