২০/৮. অধ্যায়ঃ
যে ধরনের পশু কোরবানী করা মাকরূহ
সুনানে ইবনে মাজাহ : ৩১৪৫
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৩১৪৫
حَدَّثَنَا حُمَيْدُ بْنُ مَسْعَدَةَ، حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ، حَدَّثَنَا سَعِيدٌ، عَنْ قَتَادَةَ، أَنَّهُ ذَكَرَ أَنَّهُ سَمِعَ جُرَىَّ بْنَ كُلَيْبٍ، يُحَدِّثُ أَنَّهُ سَمِعَ عَلِيًّا، يُحَدِّثُ أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ نَهَى أَنْ يُضَحَّى بِأَعْضَبِ الْقَرْنِ وَالأُذُنِ .
আলী (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) শিং ভাঙ্গা ও কান কাটা পশু কোরবানী করতে নিষেধ করেছেন। [৩১৪৫]
[৩১৪৫] তিরমিযী ১৫০৪, নাসায়ী ৪৩৭৭, আবূ দাউদ ২৮০৫, আহমাদ ১০৬৯, ১১৬১, ১২৯৫, ইরওয়া ১১৪৯, মিশকাত ১৪৬৪, আত-তালীক আলা ইবনু খুযাইমাহ ২৯১৩, তাখরীজুল মুখতার ৩৮৩। তাহকীক আলবানীঃ যইফ।