১৭/১৩. অধ্যায়ঃ
যে ব্যক্তি নিজ সন্তানকে অস্বীকার করেছে
সুনানে ইবনে মাজাহ : ২৭৪৪
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২৭৪৪
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ بِلاَلٍ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " كُفْرٌ بِامْرِئٍ ادِّعَاءُ نَسَبٍ لاَ يَعْرِفُهُ أَوْ جَحْدُهُ وَإِنْ دَقَّ " .
আবদুল্লাহ বিন আমর ইবনুল আস(রাঃ) হতে বর্ণিতঃ
নবী(সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ এমন লোককে নিজ বংশীয় দাবি করা কুফরী যাকে লোকে চিনে না, অথবা সামান্য সম্পর্ক থাকা সত্ত্বেও নিজ বংশের লোককে অস্বীকার করাও কুফরী। [২৭৪৪]তাহকীক আলবানীঃ হাসান সহীহ।
[২৭৪৪] আহমাদ ৬৯৮০, রাওদুন নাদীর ৫৮৭। তাহকীক আলবানীঃ হাসান সহীহ।