১৪/৪. অধ্যায়ঃ
যার উপর হদ্দ কার্যকর করা আবশ্যিক নয়
সুনানে ইবনে মাজাহ : ২৫৪২
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২৫৪২
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ أَنْبَأَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ قَالَ سَمِعْتُ عَطِيَّةَ الْقُرَظِيَّ يَقُولُ فَهَا أَنَا ذَا بَيْنَ أَظْهُرِكُمْ
আতিয়্যাহ আল-কুরাযী (রাঃ) হতে বর্ণিতঃ
তখন থেকেই আমি তোমাদের সামনে আছি। [২৫৪২]
[২৫৪২] তিরমিযী ১৫৮৪, নাসায়ী ৩৪৩০, ৪৯৮১, আবূ দাউদ ৪৪০৪, আহমাদ ১৮২৯৯, ১৮৯২৮, আহমাদ ২২১৫২, ২২১৫৩, দারেমী ২৪৬৪, বায়হাকী ফিস সুনান ১০/৩১৭, আল-হাকিম ফিল মুসতদারাক ২/৫৯, তাহকীক আলবানীঃ সহীহ।