১৩/৮৮. অধ্যায়ঃ
সীমানা নির্ধারিত হয়ে গেলে শুফআর অধিকার থাকেনা।
সুনানে ইবনে মাজাহ : ২৪৯৯
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২৪৯৯
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، عَنْ مَعْمَرٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ إِنَّمَا جَعَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الشُّفْعَةَ فِي كُلِّ مَا لَمْ يُقْسَمْ فَإِذَا وَقَعَتِ الْحُدُودُ وَصُرِّفَتِ الطُّرُقُ فَلاَ شُفْعَةَ " .
জাবির বিন আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) প্রত্যেক এজমালী সম্পত্তিতে শুফআর (ক্রয়ে অগ্রাধিকার থাকার) ব্যবস্থা করেছেন। (বণ্টনের পর প্রত্যেকের) সীমানা নির্ধারিত হয়ে গেলে এবং রাস্তা হয়ে গেলে আর শুফআর অধিকার থাকে না। [২৪৯৯]
[২৪৯৯] সহীহুল বুখারী ২২১৩, ২২১৪, ২২৫৭, ২৪৯৫, ২৪৯৬, ৬৯৭৬, মুসলিম ১৬০৮, তিরমিযী ১৩৭০, নাসায়ী ৪৬৪৬, আবূ দাউদ ৩৫১৩, ৩৫১৪, আহমাদ ১৩৭৪৩, ১৩৯৯৪, ১৪৫৮১, ১৪৮৫৫, মুয়াত্তা মালেক ১৪২০, দারেমী ২৬২৭, ২৬২৮, বায়হাকী ফিস সুনান ১/৮৩, ৬/১০৩, দারাকুতনী ১/১০৮, ইরওয়া ১৫৩২। তাহকীক আলবানীঃ সহীহ।