১৩/১৯. অধ্যায়ঃ
যে ব্যক্তি অপরের নিকট থেকে ছাড়ানোর শর্ত করলো।
সুনানে ইবনে মাজাহ : ২৩৪৪
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২৩৪৪
حَدَّثَنَا يَحْيَى بْنُ حَكِيمٍ، حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، عَنِ الْحَسَنِ، عَنْ سَمُرَةَ بْنِ جُنْدُبٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " إِذَا بِيعَ الْبَيْعُ مِنْ رَجُلَيْنِ فَالْبَيْعُ لِلأَوَّلِ " . قَالَ أَبُو الْوَلِيدِ فِي هَذَا الْحَدِيثِ إِبْطَالُ الْخَلاَصِ .
সামুরাহ বিন জুনদুব (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) বলেন কোন জিনিস দু ব্যাক্তির কাছে বিক্রয় করা হলে তা প্রথম খরিদদার পাবে। রাবী আবুল ওয়ালীদ (রাঃ) বলেন, এ হাদীসে অপরের থেকে ছাড়িয়ে এনে দেয়ার শর্ত বাতিল করা হয়েছে। [২৩৪৪]
[২৩৪৪] আহমাদ ১৯৫৮১, ১৯৬০৯, বায়হাকী ফিস সুনান ৬/৬৪। তাহকীক আলবানীঃ যইফ। উক্ত হাদিসের সকল রাবীই সিকাহ তবে হাসান আল-বাসরী (রহঃ) এর আন আন সুত্রে হাদিস বর্ণনার কারণে দুর্বল বলা হয়েছে।