১১/১৬. অধ্যায়ঃ
পাপাচারমূলক কাজের মানত ।
সুনানে ইবনে মাজাহ : ২১২৪
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২১২৪
حَدَّثَنَا سَهْلُ بْنُ أَبِي سَهْلٍ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ عَمِّهِ، عَنْ عِمْرَانَ بْنِ الْحُصَيْنِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ " لاَ نَذْرَ فِي مَعْصِيَةٍ وَلاَ نَذْرَ فِيمَا لاَ يَمْلِكُ ابْنُ آدَمَ " .
ইমরান বিন হুসায়ন (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ পাপ কাজে মানত করা যাবে না এবং আদম-সন্তান যে জিনিসের মালিক নয় তার মানতও হয় না। [২১২৪]
[২১২৪] মুসলিম ১৬৪১, নাসায়ী ৩৮১২, ৩৮৪০, ৩৮৪১, ৩৮৪৫, ৩৮৪৭, ৩৮৪৮, ৩৮৪৯, ৩৮৫০, ৩৮৫১, বায়হাকী ১০/২২১। তাহকীক আলবানীঃ সহীহ।