১১/৫. অধ্যায়ঃ
শপথ হয় গুনাহ অথবা অনুতাপের কারণ।
সুনানে ইবনে মাজাহ : ২১০৩
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২১০৩
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنْ بَشَّارِ بْنِ كِدَامٍ، عَنْ مُحَمَّدِ بْنِ زَيْدٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ " إِنَّمَا الْحَلِفُ حِنْثٌ أَوْ نَدَمٌ " .
ইবনু উমার (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ বস্তুত শপথ হলো গুনাহ বা অনুতাপ। [২১০৩]
[২১০৩] হাদিসটি ইমাম ইবনু মাজাহ এককভাবে বর্ণনা করেছেন। তা’লীকুর রগীব ৩/২৯, রওফুল নাযীর ৫০৫। তাহকীক আলবানীঃ যঈফ। উক্ত হাদিসের রাবী বাশশার বিন কিদাম সম্পর্কে আবু যুরআহ আর-রাযী বলেন, তিনি দুর্বল ও মুনকার। ইবনু হাজার আল-আসকালানী ও ইমাম যাহাবী তাকে দুর্বল বলেছেন। (তাহযীবুল কামালঃ রাবী নং ৬৭৫, ৪/৮২ নং পৃষ্ঠা)