৬/৩৯. অধ্যায়ঃ
লাহ্দ কবর উত্তম ।
সুনানে ইবনে মাজাহ : ১৫৫৫
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ১৫৫৫
حَدَّثَنَا إِسْمَعِيلُ بْنُ مُوسَى السُّدِّيُّ حَدَّثَنَا شَرِيكٌ عَنْ أَبِي الْيَقْظَانِ عَنْ زَاذَانَ عَنْ جَرِيرِ بْنِ عَبْدِ اللهِ الْبَجَلِيِّ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم اللَّحْدُ لَنَا وَالشَّقُّ لِغَيْرِنَا
জারীর বিন আবদুল্লাহ্ আল-বাজালী (রাঃ) হতে বর্ণিতঃ
রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ আমাদের জন্য লাহ্দ অন্যদের জন্য শ্বাক কবর।[১৫৫৪]
[১৫৫৪] তাহকীক আলবানীঃ সহীহ।