৫/১৫৮. অধ্যায়ঃ
দু’ ঈদের সলাতে খুতবা।
সুনানে ইবনে মাজাহ : ১২৮৬
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ১২৮৬
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سَلَمَةَ بْنِ نُبَيْطٍ، عَنْ أَبِيهِ، أَنَّهُ حَجَّ فَقَالَ رَأَيْتُ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ يَخْطُبُ عَلَى بَعِيرِهِ .
নুবায়ত বিন শারীত (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি হাজ্জ করেন এবং বলেন, আমি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে তাঁর উটের পিঠে আরোহিত অবস্থায় খুতবাহ দিতে দেখেছি। [১২৮৬]
[১২৮৬] নাসায়ী ৩০০৭-৮, আবূ দাঊদ ১৯১৬, আহমাদ ১৮২৪৬, ১৮২৪৮। তাহক্বীক্ব আলবানী: সহীহ। তাখরীজ আলবানী: ইরওয়াহ ৬৪৭।