পরিচ্ছেদঃ
সর্বশ্রেষ্ঠ সাদকা
হাদিস সম্ভার : ৯৭৩
হাদিস সম্ভারহাদিস নম্বর ৯৭৩
عَن سَعْدِ بْنِ عُبَادَةَ قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَيُّ الصَّدَقَةِ أفضل؟ قَالَ: " "سقِِي المَاء".
সা’দ বিন উবাদাহ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, আমি বললাম, ‘হে আল্লাহর রসূল! কোন দান সবচেয়ে শ্রেষ্ঠ?’ তিনি উত্তরে বললেন, “পানি পান করানো।” (আবু দাউদ ১৬৮১, ইবনে মাজাহ ৩৬৮৪)