পরিচ্ছেদঃ
অন্নদান
হাদিস সম্ভার : ৯৫৬
হাদিস সম্ভারহাদিস নম্বর ৯৫৬
عَن صُهَيْبٍ قَالَ قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم خِيَارُكُم مَن أَطعَمَ الطَّعَامَ
সুহাইব (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, “তোমাদের মধ্যে সেই ব্যক্তি শ্রেষ্ঠ, যে অন্নদান করে।” (আবুশ শায়খ, সহীহ তারগীব ৯৪৮)