পরিচ্ছেদঃ
ফজরের দু’ রাকআত সুন্নতের গুরুত্ব
হাদিস সম্ভার : ৮৬১
হাদিস সম্ভারহাদিস নম্বর ৮৬১
عَن عَائِشَة رَضِيَ اللهُ عَنهَا : أَنَّ النَّبيَّ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم كَانَ لاَ يَدَعُ أَرْبَعاً قَبْلَ الظُّهْرِ وَرَكْعَتَيْنِ قَبْلَ الغَدَاةِ
আয়েশা (রায্বিয়াল্লাহু আনহা) হতে বর্ণিতঃ
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যোহরের (ফরয নামাযের) পূর্বে চার রাকআত ও ফজরের আগে দু’ রাকআত নামায কখনো ত্যাগ করতেন না। (বুখারী ১১৮২নং)