পরিচ্ছেদঃ
বিত্রের প্রতি উৎসাহ দান, তা সুন্নতে মুআক্কাদাহ এবং তা পড়ার সময়
হাদিস সম্ভার : ৮২৬
হাদিস সম্ভারহাদিস নম্বর ৮২৬
وَعَنْ أَبيْ سَعِيدٍ الخُدرِي أَنَّ النَّبِيَّ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم قَالَ أَوْتِرُوا قَبْلَ أَنْ تُصْبِحُوا رواه مسلم
আবূ সাঈদ খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, “ফজর হওয়ার পূর্বেই তোমরা বিত্র পড়ে ফেল।” (মুসলিম ১৮০০নং)