পরিচ্ছেদঃ
ফিরিশতার প্রতি ঈমান
হাদিস সম্ভার : ৬৬
হাদিস সম্ভারহাদিস নম্বর ৬৬
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
‘আমি যেন বানূ গান্মের গলিতে জিবরীল-বাহিনীর (গমনে উখিত) ধুলো উড়তে দেখছি, যখন রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বানূ কুরাইযার দিকে চলতে লাগলেন।’ (বুখারী ৪১১৮নং)